বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই; সমাধান এখানেই করতে হবে, দেশের ভেতরেই করতে হবে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (৩০ মে) চট্টগ্রাম এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আমীর খসরু বলেন, আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি। যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা গণতন্ত্র ও দেশের স্বার্থে প্রয়োজন। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণের হাতেই। সংস্কার, বিচার-সব কিছুর মূল ভিত্তি জনগণ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই। জনগণই একমাত্র অস্ত্র।