English

English

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি। একে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় পার্টি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৯ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আবারও প্রমাণ হলো, বর্তমান সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।’ তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মুজিবুল হক বলেন, ‘জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি আঘাতের জবাব এ দেশের মানুষই দেবে। যারা দেশে মব সংস্কৃতির আগুন জ্বালিয়েছে, একদিন সেই আগুনেই তারাই পুড়ে ছাই হবে।’

তিনি আরও বলেন, ‘জিএম কাদেরের বাসভবনে হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটি দেশের স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে সরকারকে জনগণের আদালতে জবাব দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *