অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা সংস্কার চান না, তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা বিচার করতে চান না। কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও ইসলামি ফাউন্ডেশনে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আমিনুল হক বলেন, দীর্ঘ ৯ মাসে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচন না দিয়ে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করে রাখার পাঁয়তারা করছে। তারা সংস্কারের কথা বললেও নূন্যতম কোনো সংস্কার আমরা দেখছি না। স্বৈরাচারের বিচারের কথা বললেও উল্টো তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিয়ে রেখেছে। গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যারা বড় বড় কথা ও গলাবাজি করেছে, তারা এখনও পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে রেখে কিভাবে সংস্কার করা সম্ভব। কারণ তারা (অন্তর্বর্তীকালীন) নিজেরাই ক্ষমতার লোভে পরে গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অভিযোগ করে এসময় তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যে আচরণ করেছে। গত ৯ মাসের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা সেই ধরনের আচরণ দেখেছি।